মানুষ


ড. হিলবার্ট চিন্তিতস্বরে বলল, “আমাদের ভুল এক্সপেরিমেন্টের কারণে জীবাণুগুলো শুধুমাত্র বিরাট আকার পায়নি, এখন তারা  সাউস্টফোর্ড শহরটা দখল করে বসে আছে ।”

“তাদের শেষ করতে না পারলে এই শহরটাও শেষ হবে,“ রাফা বলল।

“এন্টিডোট আছে ,কিন্তু কে যাবে বিড়ালের গলায় ঘন্টা বাজাতে?”

রাফা বলল,”আমি যাব।“

“ভেবে বলছো তো।“

”হ্যাঁ’”

“তাহলে এটা নেও । এটা একবার স্প্রে করে একটা জীবাণুর শরীরে ঢুকাতে পারলে, সব শেষ।“


রাফা ঔষুধটা নিয়ে বেড়িয়ে পড়ল।


 

২.


রাফা ফিরে এসেছে ।

“Done?”

সে হ্যাসূচক  মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকল। হিলবার্ট খুশিতে আটখানা সাথে রাফাও। রাফা গ্লাসে তাকিয়ে ভয়ংকর হাশি দিল। আজ তার ডিনারে থাকবে জলজ্যান্ত মানুষ! 




Oyahidur Rahman Mohin

I am Mohin. Reading, writing and thinking are my passion. I usually write fiction and non-fiction for pleasure. And I am trying to touch the tune of life. "Life is really very simple but we insist on making it complicated."

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম